রেমিট্যান্স প্রবাহ পেরিয়েছে ১৩ হাজার মিলিয়ন ডলার

Looks like you've blocked notifications!

বিদায়ী বছরে দেশের রেমিট্যান্স প্রবাহ ১৩ হাজার মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে ৬ হাজার ৯৩৫ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার এবং বছরের প্রথম ছয় মাসে ৬ হাজার ৬০২ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন।

বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে মোট রেমিট্যান্স প্রবাহ ছিল ১৩ হাজার ৫৩৮ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বাসসকে বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কারণে অনাবাসিক বাংলাদেশিরা (এনআরবি) বৈধ উপায়ে দেশে টাকা প্রেরণ করায় বিদায়ী বছরে রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।’

২০১৭ সালের প্রথম কয়েক মাসে তেলের দাম কমে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত বেশির ভাগ বাংলাদেশি অভিবাসীর আয়ে প্রভাব পড়ে, ফলে সে সময় রেমিট্যান্স প্রবাহের গতি কমে যায় বলে জানান ডেপুটি গভর্নর।

আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোর মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ যেন বাড়ে, সে জন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ফলে এখন অভিবাসী বাংলাদেশিরা তাদের উপার্জন বৈধ উপায়ে পাঠাতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করছে বলেও জানান তিনি।