এনআরবিসি ব্যাংকের মুনাফা ২০১ কোটি টাকা
রাজধানীর একটি হোটেলে এনআরবি কমার্সিয়াল ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
গেল ২০১৭ সালে এনআরবি কমার্সিয়াল (এনআরবিসি) ব্যাংক ২০১ কোটি টাকা মুনাফা করেছে। যা তার আগের বছরের চেয়ে ৩৫ ভাগ বেশি।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ব্যাংকের বার্ষিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সম্মেলনে জানানো হয়, বছর শেষে ব্যাংকটির মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার ৭১১ কোটি টাকা। ব্যাংকটি এ পর্যন্ত চার হাজার ২৯৫ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। যার ৩৪ ভাগই দেওয়া হয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। আগামী বছর তা ৫০ ভাগে নিয়ে যেতে চায় কর্তৃপক্ষ। নতুন বছরে কর্মকর্তাদের ২৫০ কোটি টাকা মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা দেওয়া হয়।
অনুষ্ঠানে গেলো বছরের সাফল্যের জন্য ৯ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

নিজস্ব প্রতিবেদক