কর আইন আরো সহজ করা প্রয়োজন : অর্থমন্ত্রী
কর আইনকে আরো সহজ করার প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘অনেকেই কর দিতে গিয়ে মনে করেন, আমি কর দিতে গিয়ে আটকে গেলাম। করের আওতায় এসে আটকে যাওয়ার ভয়ে অনেকেই আয়কর দেন না।’ আজ রোববার সকালে সচিবালয়ে করসেবা ও তথ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, কর দিতে এসে কেউ যেন ভোগান্তি বা হয়রানির শিকার না হন, জাতীয় রাজস্ব বোর্ডকে সেদিকে নজর দিতে হবে। কারণ, সঠিক তথ্য এবং সেবার মাধ্যমেই জনগণের কাছ থেকে কর আদায় করতে হবে। আর তার মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ রাজস্ব আদায় করতে পারলেই শক্তিশালী হবে দেশের অর্থনৈতিক কাঠামো।
‘জনগণ যেন বলতে না পারে, এনবিআর আমাকে জ্বালাতন করে, তাই আমি কর দিই,’ এনবিআর চেয়ারম্যানের উদ্দেশে এ কথা বলেন মুহিত।
অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষ ১৬ কোটি। কর দিচ্ছে মাত্র ১৬-১৭ লাখ মানুষ। কর দেওয়ার উপযোগী মানুষ এক কোটি ৬০ লাখ। দেশের আর্থসামাজিক উন্নয়নে করদাতার সংখ্যা বাড়ানোর বিকল্প নেই।