আমদানি-রপ্তানিতে চ্যালেঞ্জ থাকায় রজস্ব কমেছে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অভ্যন্তরীণ কোন্দলের কারণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় কম হয়েছে—অর্থমন্ত্রীর এমন মন্তব্যের বিরোধিতা করেছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি বলেন, এনবিআরে অভ্যন্তরীণ কোন্দল নেই; বরং আমদানি-রপ্তানি থেকে আয় কমায় রাজস্ব কমেছে।
আজ বুধবার এনবিআরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ট্যাক্স গাইডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন নজিবুর রহমান।
এনবিআর চেয়ারম্যান বলেন, প্রথম প্রান্তিকে সাধারণত কর আদায় কম হয়। আর এ বছর আমদানি-রপ্তানিতে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। এতে রাজস্ব আদায়ের ওপর প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
চলতি বছর রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা অর্জন করা সম্ভব হবে বলে আশা করেন এনবিআরের চেয়ারম্যান। তিনি বলেন, কর আদায়ে গতি আনতে আগামী ১৯-২১ নভেম্বর শীতকালীন কর মেলা আয়োজন করা হবে।