সোনার দাম ভরিতে কমল ১২২৫ টাকা

Looks like you've blocked notifications!

দেশের বাজারে সোনার দাম ভরিতে (২২ ক্যারেট) এক হাজার ২২৫ টাকা কমিয়েছেন ব্যবসায়ীরা। তবে তা আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক কম। 

দেশের বাজারে আজ সোমবার ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে লাগবে ৪২ হাজার ৫১৫ টাকা। তবে আন্তর্জাতিক বাজারে আজ এক ভরি সোনার দাম ৩৫ হাজার ৩২৪ টাকা, অর্থাৎ দেশের বাজারে সোনার দাম ভরিতে বেশি সাত হাজার ১৯১ টাকা। 

আন্তর্জাতিক বাজারে আজ এক আউন্স (২.৪৩০৫ ভরি) সোনার দাম ১০৯৩ ডলার বা ৮৫ হাজার ৮৫৫ টাকা। 

সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। তাতে বলা হয়েছে, আজ থেকে ২২ ক্যারেটের এক গ্রাম সোনার দাম তিন হাজার ৬৪৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম তিন হাজার ৪৬৫ টাকা। ১৮ ক্যারেটের এক গ্রাম সোনার দাম দুই হাজার ৮৯৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম এক হাজার ৯৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে সোনার এই দাম কার্যকর হবে। 

এর আগে গত ১৭ অক্টোবর সোনার দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা বাড়ায় বাজুস। 

গত ৪ আগস্ট আরো এক হাজার ২২৫ টাকা ভরিতে কমানো হয়। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ৪১ হাজার ৭৫৭ টাকা।

গত ২২ জুলাই দেশের বাজারে সোনার দাম ভরিতে (২২ ক্যারেট) এক হাজার ৫৪০ টাকা কমানো হয়। এতে তখন এক ভরি সোনার দাম দাঁড়ায় ৪২ হাজার ৯৮১ টাকা।