জিডিপি প্রবৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে সবার ওপরে

Looks like you've blocked notifications!

১০ বছর ধরে জিডিপিতে চলতি বাজার মূল্যে (কারেন্ট প্রাইস মেথড) বাংলাদেশের প্রবৃদ্ধি সারা বিশ্বে সবার ওপরে রয়েছে।

সম্প্রতি প্রকাশিত ‘দ্য স্পেক্টেটর ইনডেক্স’-এ বিশ্বের শীর্ষ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী দেশের তথ্যের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, গত ২৯ আগস্ট প্রকাশিত এ তথ্যে এক দশকে বাংলাদেশের জিডিপি ১৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সচিব বলেন, ‘২০০৯ সাল থেকে গত ১০ বছরে আমরা বিশ্বে চলতি বাজার মূল্যে জিডিপি প্রবৃদ্ধিতে এক নম্বর স্থান নিশ্চিত করেছি।’

দ্য স্পেক্টেটর ইনডেক্সের বরাত দিয়ে তিনি আরো বলেন, এ সময় অন্যান্য দেশের মধ্যে চীন ১৭৭, ভারত ১১৭, ইন্দোনেশিয়া ৯০, মালয়েশিয়া ৭৮, অস্ট্রেলিয়া ৪১ এবং ব্রাজিল ১৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।