প্রথম প্রান্তিকে মাইডাস ফাইন্যান্সের ইপিএস ১৩ পয়সা

Looks like you've blocked notifications!

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে এর শেয়ারপ্রতি লোকসান ছিল এক টাকা ৪২ পয়সা। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর শেষে এ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে সাত টাকা ৫০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল দুই টাকা ২৯ পয়সা।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে। সর্বশেষ ২০১১ সালের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানি বর্তমানে জেড ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এর অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১২০ কোটি ২৭ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসান ৩৫ কোটি ৮৪ লাখ টাকা।

গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১২ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ১৫ টাকা ৯০ পয়সা।