আরএসআরএম স্টিলের ইপিএস বেড়েছে

Looks like you've blocked notifications!

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। চলতি বছর প্রথম প্রান্তিকে এর ইপিএস হয়েছে এক টাকা ৩৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল এক টাকা ১১ পয়সা। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে এ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৯৯ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময় ছিল ৫১ টাকা ৫৯ পয়সা।

২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পর্ষদ ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আগামী ২৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৫৩ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ৬২ টাকা ১০ পয়সা।