আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১৪% লভ্যাংশ ঘোষণা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/02/photo-1425289169.jpg)
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ৫১ পয়সা।
৩১ মার্চ সকাল ১০টায় পুরানা পল্টনে নিজস্ব ভবনে এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ মার্চ।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানির সাড়ে ১৩ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেওয়া হয়। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০৪ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা, ইপিএস ২ টাকা ৪৬ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ১৭ টাকা ৩৮ পয়সা।
১৯৯৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির বর্তমানে অনুমোদিত মূলধনের পরিমাণ এক হাজার ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৪৭ কোটি টাকা। রিজার্ভের পরিমাণ ৫০২ কোটি ৯১ লাখ টাকা। বাজারে মোট শেয়ার ৯৪ কোটি ৬৯ লাখ ৫৮ হাজার ৫০১টি, যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৩ দশমিক শূন্য ৫, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১০ দশমিক শূন্য ৭ ও সাধারণ বিনিয়োগকারী ৪৬ দশমিক ৮৮ শতাংশ। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১০ দশমিক ৯৯।