এক হাজার ৫৩৭ কোটি টাকার আয়কর আদায়
দেশে চলতি ২০১৫-১৬ করবর্ষে ৮ লাখ ১৫ হাজার ৮৯৪ জন করদাতা তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। এর বিপরীতে ব্যক্তিশ্রেণিতে আয়কর আদায় হয়েছে ১ হাজার ৫৩৭ কোটি ৩৮ লাখ টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়া সময়মতো আয়কর বিবরণী জমা দিতে না পেরে ২ লাখ ৭৬ হাজার ১৩৮ জন কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারী সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন। এর মানে হলো, তাঁরা আয়কর বিবরণী জমা দেবেন। সেই হিসাবে সব মিলিয়ে ১০ লাখ ৯২ হাজার ১৩২ জন করদাতা এ বছর বার্ষিক আয়কর বিবরণী জমা দেবেন বলে মনে করে এনবিআর, যা গত বছরের চেয়ে ১১ শতাংশ বেশি।
এর আগে গত ২০১৪-১৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ পর্যন্ত ৮ লাখ ৩৩ হাজার ৯০২টি আয়কর রিটার্ন জমা পড়েছিল এবং এর বিপরীতে আয়কর আদায় হয়েছিল ১ হাজার ৩৯০ কোটি ৩৬ লাখ টাকা।