স্পট ও ব্লক মার্কেটে লেনদেনে যাচ্ছে ইউনাইটেড এয়ার

Looks like you've blocked notifications!

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ার আগামীকাল বৃহস্পতিবার ও রোববার স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ৭ ডিসেম্বর সোমবার কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩১ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১১ টাকা ৮২ পয়সা।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ওই হিসাব বছরে কোম্পানিটির মুনাফা হয়েছে ৫৮ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১২ টাকা ৫ পয়সা।

২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় এ কোম্পানি। শেয়ার রয়েছে ৬২ কোটি ৪৮ লাখ আট হাজার ৮০০টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক আট দশমিক ৪৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৯ দশমিক ৬২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৭১ দশমিক ৯৪ শতাংশ শেয়ার রয়েছে।