জ্বালানি উপদেষ্টা বললেন

এলএনজি আমদানি করে দুই বছরের মধ্যে শিল্পে গ্যাস সংযোগ

Looks like you've blocked notifications!
ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ছবি : এনটিভি

প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, কাতার থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে শিল্পে গ্যাস সংযোগ দেওয়া। আজ সোমবার বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

‘শক্তির সক্ষমতা ও বস্ত্র খাত : অর্থনীতির জীবনরেখা’ শীর্ষক সেমিনারে বিটিএমএর নেতারা অভিযোগ করেন, গ্যাস সংযোগ না থাকায় দেশের ২৮টি টেক্সটাইল কারখানা উৎপাদনে যেতে পারছে না। এতে প্রায় নয় হাজার কোটি টাকা আটকে আছে বলে দাবি করেন তাঁরা।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের ডিজেল উৎপাদনের পরামর্শ দেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের ভর্তুকিসহ সরকারের সহযোগিতার বিষয়েও বিবেচনা করা হবে।

বিটিএমএর প্রেসিডেন্ট তপন চৌধুরীসহ সংগঠনের অন্য নেতারা সেমিনারে বক্তব্য দেন।