টানা ছয় কার্যদিবস সূচক পতন
শেয়ারবাজারে বিক্রির চাপ অব্যাহত রয়েছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ছয় কার্যদিবস মূল্যসূচকের পতন হয়েছে। আজ রোববার ডিএসইতে ৫৮ শতাংশ শেয়ার দাম হারিয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। উভয় স্টক এক্সচেঞ্জেই আজ লেনদেন কমেছে।
ডিএসইতে মোট ৩০৪টি কোম্পানির পাঁচ কোটি ৭০ লাখ ছয় হাজার ৭৬২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২৪৯ কোটি ছয় লাখ ৬৯ হাজার ৭০৯ টাকা, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ২৩ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৯.৯৬ পয়েরন্ট কমে ৪৬২৪.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ মূল্যসূচক ১৮.৬৪ পয়েন্ট কমে ১৭১২.৩০ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ৯.৩৫ পয়েন্ট কমে ১১০৩.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত ছিল ৪৮টির দাম।
সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার টাকা। মোট লেনদেন হওয়া ২২৩টি কোম্পানির মধ্যে দাম কমেছে ১০৭টির, বেড়েছে ৮৭টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির দাম।
ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : শাহজিবাজার পাওয়ার, ইফাদ অটোস, শাশা ডেনিমস, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট অ্যালায়েন্স, আইডিএলসি, ওয়েস্টার্ন মেরিন, সাইফ পাওয়ার, ন্যাশনাল পলিমার ও বিএসসিসিএল।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : ইফাদ অটোস, শাহজিবাজার পাওয়ার, আনোয়ার গ্যালভানাইজিং, ন্যাশনাল পলিমার, ওয়েস্টার্ন মেরিন, সাইফ পাওয়ার, প্রথম প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল ফিডস, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও সুহৃদ টেক্সটাইল।
অন্যদিকে বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : ফারইস্ট ফাইন্যান্স, প্রভাতি ইন্স্যুরেন্স, ইমাম বাটন, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা কনডেন্সড মিল্ক, সোনালী আঁশ, মেঘনা পিইটি, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ টোব্যাকো ও গ্রীন ডেল্টা।