ওয়েস্টার্ন মেরিনের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/10/photo-1425974100.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের উদ্যোক্তা মো. সাইফুল ইসলাম ১৪ লাখ ৩৩ হাজার ৪০৫টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এ উদ্যোক্তার কাছে কোম্পানির মোট এক কোটি ৫৭ লাখ ৬৭ হাজার ৪৬৩টি শেয়ার রয়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি কর্তৃপক্ষ ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এই হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৪ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই টাকা ৩২ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৪২ টাকা ৫৯ পয়সা।
গত এক মাসের মধ্যে এই শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৪১ টাকা ৩০ পয়সা এবং সর্বোচ্চ ৪৮ টাকা ৮০ পয়সা। গতকাল এর দাম দাঁড়িয়েছিল ৪৪ টাকা ৫০ পয়সা। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ২৫ দশমিক ২৮।