ন্যূনতম ভ্যাটের সীমা বাড়ছে : অর্থমন্ত্রী
নতুন আইনে ন্যূনতম মূল্য সংযোজন করের (মূসক বা ভ্যাট) সীমা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন ৩৬ লাখ টাকা, তাদের ভ্যাটের আওতামুক্ত রাখা হবে।’ এর আগে এ সীমা ছিল ২৪ লাখ টাকা। নতুন মূসক ও সম্পূরক শুল্ক আইন নিয়ে আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে অভিন্ন হারে মূসক দেওয়ার বিধান রেখে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশোধিত আইন বাস্তবায়ন করার জন্য একটি গেজেট প্রকাশ করা হবে। নতুন এ ভ্যাট আইন ২০১৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।
অর্থমন্ত্রী বলেন, ‘আইন কার্যকর হলে ব্যবসায়ীদের ভ্যাট প্রদান অনেক সহজ হবে। নতুন আইনে ভ্যাটের বিভিন্ন স্তর না রেখে সবাইকে ১৫ শতাংশ হারে ভ্যাট দেওয়ার বিধান রাখা হচ্ছে। আগামীতে ভ্যাটই হবে সরকারের রাজস্ব আদায়ের মূল উৎস।’
সেমিনারে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ নতুন এই ভ্যাট আইনকে স্বাগত জানান।
বর্ধিত ঋণসহায়তা (ইসিএফ) চুক্তির আওতায় আইএমএফ বাংলাদেশকে এক বিলিয়ন ডলার সুদহীন ঋণ সহায়তা দিচ্ছে। ইসিএফের শর্তের পরিপ্রেক্ষিতে সরকার ভ্যাট আইন বাস্তবায়ন করছে বলে জানা গেছে।