৯ মার্চ ডিএসই মোবাইল অ্যাপসের উদ্বোধন

Looks like you've blocked notifications!

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপস উদ্বোধন হবে আগামী ৯ মার্চ। ওই দিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ অ্যাপসের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ রোববার এ তথ্য জানান ডিএসইর মুখপাত্র শফিকুর রহমান।

শফিকুর রহমান বলেন, ‘গত ২৫ ফেব্রুয়ারি ডিএসইর মোবাইল অ্যাপস উদ্বোধনের পরিকল্পনা ছিল। সে অনুযায়ী আমাদের প্রস্তুতিও শেষ হয়েছে। কিন্তু অর্থমন্ত্রী দেশের বাইরে অবস্থান করায় নির্ধারিত সময়ে অ্যাপসটির উদ্বোধন করা যায়নি।’

খোঁজ নিয়ে জানা যায়, ডিএসইর সদস্য কয়েকটি ব্রোকারেজ হাউসে বর্তমানে পরীক্ষামূলকভাবে অ্যাপসের মাধ্যমে লেনদেন চলছে। এ লক্ষ্যে ডিএসইর সার্ভারের কারিগরি উন্নয়নে কাজ করা হয়েছে।

ডিএসইর লেনদেনকে আরো ত্বরান্বিত করতে মোবাইল অ্যাপস চালু করা হচ্ছে। ডিএসইর ওয়েবসাইটে কোম্পানির যেসব তথ্য দেওয়া হয়, সেগুলো আরো ভালোভাবে পাওয়া যাবে অ্যাপসের মাধ্যমে। এতে সহজেই কোম্পানির আর্থিক তথ্যবিবরণী পাবেন বিনিয়োগকারীরা।

গত বছর ২৫ নভেম্বর ‘ডিএসই ইনফো’ নামের এ মোবাইল অ্যাপস পরীক্ষামূলকভাবে চালু করে ডিএসই।