বিজিএমইএ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৭ মার্চ
তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তগার্মেন্টস ফুটবল টুর্নামেন্ট ‘বিজিএমইএ কাপ-২০১৬’। আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান। ১৭ মার্চ থেকে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত।
বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান জানান, টুর্নামেন্ট বাংলাদেশের ১২টি গার্মেন্ট কোম্পানি অংশগ্রহণ করবে।
কোম্পানিগুলো হচ্ছে অনন্ত গার্মেন্টস, অ্যাপারেল ইন্ডাস্ট্রি, ব্যান্ডো ডিজাইন, কমফিট কোম্পাজিট, এনভয় গ্রুপ, এপিনিয়ন গ্রুপ, এন্টারসফর গ্রুপ, রেয়ন টেক্স গ্রুপ, স্টার্লিং গ্রুপ, তামান্না অ্যাপারেল গ্রুপ, টর্ক ফ্যাশন লিমিটেড ও ভারসাটাইল গ্রুপ।
সিদ্দিকুর রহমান জানান, ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের অ্যাস্ট্রো-টার্ফ মাঠে গ্রুপ পর্বের খেলাগুলো অনিষ্ঠিত হবে। গ্রুপ পর্বে ১২ দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। সেভেন-এ-সাইডে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১ এপ্রিল আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা গাজি টিভি সরাসরি সম্প্রচার করবে।
টুর্নামেন্টের ভেন্যু পার্টনার ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল। অন্যান্য পার্টনার এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, রাইজিং গ্রুপ, নুপামি বিডির পারসেলানোসা, অ্যামেজ পাওয়ার, এপিলিয়নের সেইলর, সিবিএল মানচি ও কাবাব ফ্যাক্টরি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিজিএমইর সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাসির, সহসভাপতি ফেরদাউস পারভেজ প্রমুখ।