বাজেটে ভ্যাটের সমতা চান ব্যবসায়ীরা
আগামী (২০১৬-১৭) অর্থবছরের বাজেটে মূল্য সংযোজন কর বা ভ্যাটের সমতা চেয়েছেন দেশের সেবা খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, ‘আমরা ভ্যাট দিতে চাই, তবে বৈষম্যের শিকার হতে চাই না।’
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সভাকক্ষে সেবা খাত সংশ্লিষ্ট সমিতি, সংগঠন ও ব্যক্তিবর্গের সঙ্গে এনবিআরের (২০১৬-১৭) অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীরা এ দাবি জানান।
সেবা খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেন, ‘আমরা শুল্ক বৈষম্যের শিকার। এই বৈষম্য দূর করা প্রয়োজন। আমাদের যতটুকু ভ্যালু অ্যাড হয় ততটুকু ভ্যাট দিতে চাই।’
বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান তোফায়েল খান বলেন, ‘মুদ্রণ শিল্প উদ্যোক্তাদের মধ্যে আনুমানিক ৩০ শতাংশ ভ্যাট ও আয়কর দেয়। বাকি ৭০ শতাংশ দেয় না। তাদের ভ্যাটের আওতায় আনতে হবে।’
প্রাক বাজেট আলোচনায় দূরবর্তী এলাকার রিসোর্টে রুম ভাড়ার উপর পাঁচ শতাংশ এবং রিসোর্টের অভ্যন্তরীণ রেস্টুরেন্টে তিন শতাংশ ভ্যাট করার আবেদন জানান টুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবির উদ্দিন আহমেদ।
বাংলাদেশ পেপার ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলমগীর হক বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে কাগজের শুল্ক সর্বোচ্চ ২৫ শতাংশ প্রদান করতে হয়। আমাদের সব শুল্ক মিলে ৬২ শতাংশ প্রদান করতে হয়। এ সময় তিনি কাগজ ও কাগজের বোর্ডের শুল্ক ৫ শতাংশ হারে নির্ধারণের অনুরোধ জানান।’
আলোচনা অনুষ্ঠানে মানি চেঞ্জ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে অর্থ বিনিময়কারী প্রতিষ্ঠান হিসেবে ৩০ শতাংশ মূল্য ভিক্তি নির্ধাণের মাধ্যমে ৪.৫ শতাংশ মূসক ধার্য করার প্রস্তাব করা হয়।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রাফিউজ্জামান বলেন, ‘আন্তর্জাতিক টুরিস্টদের ক্ষেত্রে ভ্যাট কমাতে হবে। এ সময় কয়েকটা বছর ট্যাক্স হলিডে প্রদানের সুযোগও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমহারে ভ্যাট প্রয়োগের আহ্বান জানানো হয়।
কুরিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাহী সদস্য বোরহান উদ্দিন বলেন, কুরিয়ার সার্ভিস একটি ছোট ও দরিদ্র প্রতিষ্ঠান। কুরিয়ারের ক্ষেত্রে ১৫ শতাংশের পরিবর্তে সাড়ে ৪ শতাংশ ভ্যাটের প্রস্তাব করেন তিনি।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের ডিরেক্টর (ফিন্যান্স) আসিফ আহমেদ বলেন, ‘পর্যটকদের কাছ থেকে আমরা ১৫ শতাংশ ভ্যাট আদায় করছি। যেখানে ভারতে মাত্র ৭ শতাংশ আদায় করে। এটা কমালে পর্যটক আরো বাড়বে।’
অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মাতলুব আহমাদ বলেন, ‘ব্যবসায়ীরা ভ্যাটের সমতা চাচ্ছে। এ ছাড়া বন্ড মিস ইউজের কারণে ব্যবসায়ীরা নাভার্স। তারা ঠিকমতো ব্যবসা করতে পারছে না।’
আলোচনা অনুষ্ঠানের শুরুতে এনবিআরের সভাপতি মো. নজিবুর রহমান বলেন, ‘এই বাজেট হচ্ছে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম বাজেট। এ ছাড়া মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) থেকে সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট গোলে( এসডিজি) যাওয়ার পর এটি প্রথম বাজেট। তাই এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।’