পণ্যমূল্যের ব্যবধান কমাতে পরিকল্পনা আছে, বাস্তবায়ন নেই
পাইকারি ও খুচরা কাঁচাবাজারের পণ্যের দামের ব্যবধান কমাতে সরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি কোনোটিই। এ সমস্যা সমাধানে অর্থনীতিবিদরা সমবায়ভিত্তিক বিকল্প বাজারব্যবস্থা চালুর সুপারিশ করলে তা গ্রহণও করা হয়েছিল। কিন্তু কোনো এক অজানা কারণে সেই উদ্যোগের বাস্তবায়ন হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা যায়, ‘যেসব সবজি রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি বিক্রি হয় ৫ টাকায়, কাছের হাতিরপুল বাজারে তা খুচরা বিক্রি হয় ২৫ থেকে ৩০ টাকায়। আবার শ্যামবাজারে যে পেঁয়াজের দাম প্রতি কেজি ১২ টাকা, তা নিউমার্কেটের কাঁচাবাজারে গেলে ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হয়।
বিক্রেতাদের বেশি মুনাফা করার আকাঙ্ক্ষা থেকেই কাঁচাবাজারের পণ্যের দাম বেড়ে যায় বলে অভিযোগ ক্রেতাদের।
ভোক্তা অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠনের কর্মকর্তারা মনে করেন, খুচরা-পাইকারি বাজারে পণ্যের দামের ব্যবধান সহনীয় রাখার প্রধান দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট বিভাগের। নিয়মিত বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনাসহ ভোক্তাদের এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তারা।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) তথ্য কর্মকর্তা এ কে এম আনোয়ার পারভেজ বলেন, ‘ভোক্তাদের সচেতন হতে হবে। পণ্যমূল্যের ব্যবধান কমাতে সবাই মিলে কাজ করলে কম সময়ে সুফল পাওয়া যাবে।’
পণ্যমূল্যের ব্যবধান কমাতে করণীয় বিষয়ে রাজধানীর সমবায় অধিদপ্তরে বিভাগীর কমিশনারদের সঙ্গে অর্থনীতিবিদদের বৈঠক হয়। এরপর কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে এখনই কিছু জানাতে চাননি অধিদপ্তরের মহাপরিচালক।urgentPhoto
তবে ওই বৈঠকে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। তাঁর মতে, খুচরা ও পাইকারি বাজারে পণ্যের দামের অস্বাভাবিক ব্যবধান দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। উন্নত দেশগুলো সমবায়ভিত্তিক বাজারব্যবস্থা প্রচলন করে এ ক্ষেত্রে সফলতা পেয়েছে। সরকারেরও উচিত তা অনুসরণ করা।
পাইকারি ও খুচরা বাজারের পণ্যের ব্যবধান কমানো উপায় নিয়ে এম এম আকাশ বলেন, ‘এটা দূর করার জন্য বাজারের ওপর ছেড়ে দিলে হবে না। এটা সমবায়িক পদ্ধতিতে বাজারজাত করার একটি বিকল্প প্রক্রিয়া গড়ে তুলতে হবে। বিক্রেতাকে সচেতন হতে হবে। এ ধরনের প্রস্তাব বহুদিন আগে প্রস্তাব করা হয়েছে। সরকারের নীতিনির্ধারণী মহল আমাদের সঙ্গে সেমিনারে যোগ দিয়েছে। প্রস্তাব গ্রহণ করেছে। কিন্তু কার্যকর কেন হচ্ছে না সেটা আমি জানি না।