ইউয়াসা ব্যাটারির সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার চালু
বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি প্রস্তুতকারক জাপানি প্রতিষ্ঠান ইউয়াসা ঢাকায় প্রথমবারের মতো সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার চালু করেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে মতিঝিলে রহমান ফিলিং স্টেশনে এর উদ্বোধন করেন পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের এবং জাপান সোলারটেক (বাংলাদেশ) লিমিটেডের পরিচালক সৈয়দ সামিউল হক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে প্রথমবারের মতো কোনো ফিলিং স্টেশনে ব্যাটারির সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার খোলা হলো। ব্যবহারকারীদের ২৪ ঘণ্টা সেবা দেওয়ার লক্ষ্যেই ফিলিং স্টেশনের সঙ্গে এ সেবা চালু করল ইউয়াসা। এ সেন্টার থেকে ইউয়াসা ব্যাটারি বিক্রয় এবং বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে।
ইউয়াসা বিশ্বের এক নম্বর মোটরসাইকেল ব্যাটারি এবং দ্বিতীয় বৃহত্তম গাড়ির ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। জিএস ইউয়াসা ব্যাটারি কোম্পানি এবং জাপান সোলারটেক (বাংলাদেশ) লিমিটেড একসঙ্গে বাংলাদেশে ইউয়াসা ব্যাটারি তৈরি করছে।
জাপান সোলারটেক (বাংলাদেশ) লিমিটেড ১৩০ কোটি টাকা বিনিয়োগে অত্যাধুনিক ব্যাটারি কারখানা স্থাপন করছে। যা প্রতিমাসে ৩০ হাজার ব্যাটারি উৎপাদনে সক্ষম। বাংলাদেশে ইউয়াসা ব্যাটারি বাজারজাত করছে ইস্টার্ন লুব্রিকেন্টস্ ব্লেন্ডারস। এটি বাংলাদেশ সরকারের পদ্মা ওয়েল কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে আবুল খায়ের বলেন, এশিয়ার নাম্বার ওয়ান ব্যাটারি ইউয়াসা বিশ্বমানের গুণগত ও বিক্রয়োত্তর সেবা দিচ্ছে। পৃথিবীর সেরা গাড়ির ব্রান্ড যেমন- টয়োটা, হোন্ডা, মিটসুবিসি, বিএমডব্লিউ, নিশান, ফোর্ড, মার্সিডিজ বেঞ্জ, টাটা, হিনো প্রভৃতি প্রতিষ্ঠানের পরীক্ষিত ও বিশেষভাবে সুপারিশকৃত ব্যাটারি হচ্ছে ইউয়াসা। এসব ব্যান্ডের গাড়ির প্রস্তুতকালেও ব্যবহৃত হচ্ছে ইউয়াসা ব্যাটারি।
অনুষ্ঠানে সৈয়দ সামিউল হক বলেন, বিশ্বের অনেক উন্নত দেশের মতো বাংলাদেশেও প্রথমবারের মতো ফিলিং স্টেশনভিত্তিক ইউয়াসা ব্যাটারি বাজারজাত হচ্ছে। এর ফলে ক্রেতারা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা পাবে।
সামিউল হক আগামী মাসে ঢাকাতে আরো তিনটি, বন্দরনগরী চট্টগ্রামে চারটি এবং পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরে কমপক্ষে একটি সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার তৈরির পরিকল্পনার কথা জানান।
জাপান সোলারটেকের (বাংলাদেশ) হেড অব বিজনেস মো. রিয়াজ আহম্মেদ বলেন, ইউয়াসা ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয় অত্যাধুনিক গ্লাসমেন্ট প্রযুক্তি যা ৬০ ভাগের বেশি অতিরিক্ত ব্যাটারি স্থায়িত্ব নিশ্চিত করে । এ ছাড়া ইউয়াসা ব্যাটারি গাড়ির সব ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স যন্ত্রাংশের জন্য সঠিক মাত্রায় এবং নিরবচ্ছিন্ন পাওয়ার সরবরাহ নিশ্চিত করে।