ফের ইলিশ শিকার শুরু

Looks like you've blocked notifications!
দুই মাস পর আবারও ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। ফাইল ছবি।

ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা গতকাল শনিবার শেষ হয়েছে। আজ রোববার মাছ ধরায় বাধা থাকছে না। এতে লক্ষ্মীপুরের জেলেদের মধ্যে মাছ ধরার হিড়িক পড়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুর জেলা সদর, কমলনগর, রায়পুর ও রামগতি উপজেলার জেলেরা আজ মেঘনা নদী ও সাগর থেকে ইলিশসহ সব ধরনের মাছ শিকার শুরু করেছেন।

ইলিশ মাছের প্রজনন অবাধ করার লক্ষ্যে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মৎস্য অধিদপ্তর গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। মৎস্যসম্পদ উন্নয়ন ও সংরক্ষণবিষয়ক জেলা-উপজেলা ও ইউনিয়ন টাস্কফোর্স কমিটি ওই নির্দেশ কার্যকর করে।

লক্ষ্মীপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুনীল চন্দ্র বোস বলেন, ‘দুই মাস নিষেধাজ্ঞা শেষে জেলেরা মাছ ধরা শুরু করেছে। আজ থেকে ইলিশসহ অন্যান্য মাছ ধরার ক্ষেত্রে বাধা নেই।’