রাজধানীতে ল্যাপটপ ফেয়ার শুরু ১৩ মে
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সামার ল্যাপটপ ফেয়ার-২০১৬’ শুরু হচ্ছে ১৩ মে। মেলা চলবে ১৫ মে পর্যন্ত।
রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ সোমবার দুপুরে ল্যাপটপ মেলার আয়োজক কমিটির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এবারের মেলায় ৪৭টি স্টলে দেশি-বিদেশি প্রযুক্তি নির্মাতা ও পরিবেশকরা নিজেদের পণ্য প্রদর্শন করবেন। ক্রেতারা তুলনামূলক কম দামে মেলা থেকে পণ্য কিনতে পারবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ল্যাপটপ মেলা থেকে এসার, আসুস, ডেল, এইচপি, লাভা, লেনোভো, তোশিবা, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, আইনল, শাওমি, মাইক্রোল্যাব, অ্যাভিরা, ইসেট অ্যান্টেভাইরাস, ইন্টেল সিকিউরিটি, রাপু, এডাটা, পান্ডাসহ বিভিন্ন ব্যান্ডের পণ্য কিনতে পারবেন ক্রেতারা। এ ছাড়া আরো বেশ কয়েকটি ব্যান্ডের নতুন পণ্যের মোড়ক উন্মোচন করা হবে।
সংবাদ সম্মেলনে মেলার সমন্বয়কারী ও আয়োজক এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন, ‘১৭ বারের মতো দেশে ল্যাপটপ মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় বাজার দামের চেয়ে ক্রেতারা একটু কম দামে পণ্য কিনতে পারবেন। কারণ এখানে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো ক্রেতা আকর্ষণে প্রতিযোগিতায় থাকে। মেলার আরেকটি লক্ষ্য থাকে পণ্যের প্রচার ও কোম্পানির পরিচিতি বাড়ানো। ফলে বাইরের চেয়ে এখানে দাম কিছুটা কম থাকে।’
নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন, ‘একটি মেগা প্যাভিলিয়ান, চারটি প্যাভিলিয়ন, সাতটি মিনি প্যাভিলিয়নে এবারের মেলা সাজানো হয়েছে। প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। টিকেটের মাধ্যমে সকাল ১০টা থেকে মেলায় প্রবেশ করা যাবে। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় বা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। মেলার টিকেট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ একজন ক্যানসার আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্যয় করা হবে।’
সংবাদ সম্মেলনে ডেলের মার্কেটিং ম্যানেজার প্রতাপ সাহা বলেন, ‘এবারের মেলায় ডেলের পণ্য কিনলে নিশ্চিত উপহার পাওয়া যাবে। এক বছরের ওয়ারেন্টির পণ্য কিনলে একটি স্মার্টফোন ও দুই বছর ওয়ারেন্টির পণ্য কিনলে শপিং ভাউচার পাওয়া যাবে।’
আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের প্রতিনিধি আবদুল ফাত্তাহ খান বলেন, ‘এবারের মেলায় আসুসের গ্লেমিং ল্যাপটপ প্রদর্শন করা হবে। পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকরা ক্রেডিট কার্ড ব্যবহার করে কিস্তিতেও পণ্য কিনতে পারবেন।’
হিউলেট প্যাকার্ডের (এইচপি) প্রতিনিধি আজাদ জানান, ‘মেলায় পণ্য বিক্রির ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হয়ে থাকে। তাই অন্য যে কোনো সময়ের চেয়ে মেলায় কম দামে পণ্য পাওয়া যাবে।’