রমজানে অস্বাভাবিক মূল্য বাড়ার কারণ নেই : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে, তাই রমজানে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কোনো কারণ নেই। এদিকে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীরাও সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বাণিজ্যমন্ত্রী আমাদের কোনো পণ্যই চাহিদার চেয়ে কম নেই বরং অনেক বেশি। যেমন উদাহরণ দেই। এই যে ছোলার বাজার নিয়ে কথা হয় যে ছোলার দাম বেড়ে গেছে। লক্ষ করেন, আমাদের ছোলার চাহিদা ৬০ হাজার মেট্রিক টন। আমাদের এখন মজুদ আছে দুই লাখ ৬০ হাজার মেট্রিকটন। রোজা যখন শুরু হয় তখন কিন্তু অনেকে শুরুতেই এক মাসের বাজার করে ফেলেন।’
তোফায়েল আহমেদ আরো বলেন, ‘এটা সংযমের মাস। আমরাও যেন সংযম বজায় রাখি।’
বাণিজ্যমন্ত্রী জানান, রমজানে সারা দেশে ১৭৪টি ট্রাকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করবে টিসিবি। আর চাহিদার তুলনায় উৎপাদন বেশি থাকায় চাল রপ্তানি সুযোগ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের সমস্যার কথা বিবেচনায় নিয়ে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত সভায় জানানো হয়, পুরো বছরের চাহিদার তুলনায় বাজারে চাল, ডাল, তেল, চিনি, ছোলা, পিয়াজ, রসুন ও খেজুরের সরবরাহ ও মজুদ আছে। তাই অস্বাভাবিক দাম বৃদ্ধির কোনো কারণ নেই।
বৈঠকে জানানো হয়, চিনি, মশুর ডাল, ছোলা, ও পিয়াজের দাম আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে, তার কিছুটা প্রভাব দেশের বাজারেও পড়েছে। অন্যান্যবারের মতো এই রমজানেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়। আর পণ্য সরবরাহে যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয় সেই ব্যাপারে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা।
সভায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘আমরা কথা দিচ্ছি বিগত দিনের মতো আমরা আপনার পাশে থাকব। ইনশাল্লাহ জিনিসের দাম আমরা বাড়তে দেব না।’