ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ২০% লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৯২ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২১ টাকা ৫৫ পয়সা।
আগামী ৩১ মে বেলা সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানির পক্ষ থেকে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেওয়া হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ওই হিসাব বছরে এর মুনাফা হয় ২০ কোটি ছয় লাখ টাকা, ইপিএস চার টাকা আট পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ২১ টাকা ৯৯ পয়সা।
গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ২৫ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ৩১ টাকা ১০ পয়সা। লভ্যাংশ ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ এ শেয়ারের দামে কোনো সীমা নির্ধারিত ছিল না। তবে এখন পর্যন্ত নিম্নগামী প্রবণতা রয়েছে এর দামে। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৭ দশমিক ৯২।