সুইফট ব্যবহারকারী ইংল্যান্ডের সব ব্যাংককে নিরাপত্তা পরীক্ষার নির্দেশ
সাইবার নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) নেটওয়ার্ক ব্যবহারকারী ইংল্যান্ডের সব ব্যাংকে তাদের নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় এ নির্দেশ জারি করেছে ব্যাংক অব ইংল্যান্ড।
গত ফেব্রুয়ারি মাসে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি করে দুর্বৃত্তরা। ব্যাংকিং ইতিহাসের এটিই সবচেয়ে সব চুরির ঘটনা।
লন্ডনভিত্তিক টেকউইকইউরোপ পত্রিকা জানিয়েছে, সে সময় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, হামলাকারীরা বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে চিপ ও রাউটারের সাহায্যে ঢুকে পড়ে। কিন্তু গত এপ্রিলে ব্রিটেনের প্রতিরক্ষা, নিরাপত্তা ও মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান বিএই সিস্টেমসের আইটি বিশেষজ্ঞরা বলছেন, হামলাকারীরা সুইফটের সফটওয়্যারের ভেতরে ঢুকে পড়ে।
বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক সুইফট জানায়, তাদের মক্কেলদের ম্যালওয়্যারের হামলার ব্যাপারে জেনেছে। তারা সতর্ক করে জানায়, এর নেটওয়ার্কে হামলার মাধ্যমে ভুয়া বার্তা পাঠানো হচ্ছে।
সুইফট দাবি করে, এ ঘটনায় হামলাকারীরা তাদের নেটওয়ার্কে ঢুকতে পারেনি। তবে হামলাকারীরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের তথ্য জোগাড় করে এবং নিজেরা বৈধ কর্তৃপক্ষ সাজতে এসব তথ্য ব্যবহার করে। গত সপ্তাহে সুইফট সতর্ক করে, আরেকটি বাণিজ্যিক ব্যাংকে হামলা চালায় দুর্বৃত্তরা।
এ পরিস্থিতিতে ব্যাংক অব ইংল্যান্ড তার সদস্য ব্যাংকগুলোর প্রতি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছে। এই প্রথম বৃহৎ কোনো অর্থনীতির দেশ এ ধরনের নির্দেশ দিল।
ব্যাংকগুলো কী ব্যবস্থা নিয়েছে, তা বিস্তারিত জানাতে ব্যাংক অব ইংল্যান্ড গত এপ্রিলে নির্দেশ দেয়। বিশেষ সুইফটের সঙ্গে সংযোগ থাকা কম্পিউটারগুলোর নিরাপত্তা জোরদারের কথা বলা হয়েছে। তবে ব্যাংক অব ইংল্যান্ড এ বিষয়ে মন্তব্য করতে চায়নি।