রমজানের আগেই পণ্যমূল্য ঊর্ধ্বমুখী
রমজান মাস সামনে রেখে দেশে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা এর দায় চাপাচ্ছেন পাইকারদের ওপর। তবে ভোক্তাদের অভিযোগ, মুনাফার লোভেই অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।
রমজান মাস আসতে বাকি আরো ১০ দিন। এরই মধ্যে রাজধানীর বাজারে ছোলা, চিনি, ডালসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, যেসব পণ্যের চাহিদা রমজান মাসে থাকে, সেগুলোর দাম বেড়ে গেছে। এক মাস আগে ভালো মানের প্রতি কেজি ছোলার দাম ছিল ৮০ টাকা, যা এখন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর এক মাসের ব্যবধানে প্রতি কেজি চিনির দামও বেড়েছে ১৫ টাকা। এ সময়ে দেশি-বিদেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি পাঁচ টাকা বেড়েছে। আর মসুর ডাল, ডাবলি ও খেসারির দামও প্রতি কেজিতে ১০ টাকার বেশি বেড়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে চরম অস্বস্তি দেখা দিয়েছে।
তবে কম দামে খোলাবাজারে তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও চিনি বিক্রি করবে টিসিবি। ২৯ মে থেকে সারা দেশে এ কার্যক্রম শুরু হবে। স্বল্প আয়ের মানুষের জন্য এটা কিছুটা স্বস্তি দিতে পারে।