বিএসআরএম স্টিলসের ১৫% লভ্যাংশ ঘোষণা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/01/photo-1427869297.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২৩ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) তিন টাকা ৬৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৫ টাকা ৩৪ পয়সা।
আগামী ১৫ জুন সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের খালেদ রোডে চিটাগাং সেন্টারে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল।
২০১৩ সালের জন্যও কোম্পানির পক্ষ থেকে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে। ওই হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩৯ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা, ইপিএস চার টাকা আট পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ২১ টাকা ৭৫ পয়সা।
২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৪১ কোটি ৮০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৪০১ কোটি ৪২ লাখ টাকা। বাজারে এর মোট শেয়ারসংখ্যা ৩৪ কোটি ১৭ লাখ ৭৫ হাজার, এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৮ দশমিক ৩৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৮ দশমিক শূন্য ৭, বিদেশি বিনিয়োগকারী দশমিক ৪১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৩ দশমিক ১৪ শতাংশ। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৮ দশমিক ৬৩।