দেড় গুণ হবে জর্দা-গুলের দাম

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তামাকজাত পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিড়ি-সিগারেটের পাশাপাশি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জর্দা ও গুলের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি।

আগে জর্দা ও গুলের জন্য নির্ধারিত সম্পূরক শুল্ক ছিল ৬০ শতাংশ। এবার বাজেটে তা আরো ৪০ শতাংশ বাড়িয়ে করা হচ্ছে ১০০ শতাংশ।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিড়ি-সিগারেটের মতো ভয়াবহ আরেকটি পণ্য হলো জর্দা ও গুল। বিগত কয়েক বছরে এ পণ্যটির করহার পরিবর্তন করা হয়নি। জর্দা ও গুলের ব্যবহার নিরুৎসাহিত করার লক্ষ্যে এ পণ্য দুটির ওপর বিদ্যমান সম্পূরক শুল্কহার ৬০ থেকে বৃদ্ধিপূর্বক ১০০ শতাংশে নির্ধারণের প্রস্তাব করছি।’