মাথাপিছু আয় হচ্ছে এক লাখ ১৪ হাজার ৩৪৮ টাকা

Looks like you've blocked notifications!
ছবি : ফোকাস বাংলা

আগামী ২০১৬-১৭ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে এক হাজার ৪৬৬ মার্কিন (এক লাখ ১৪ হাজার ৩৪৮ টাকা) ডলারে উন্নীত হবে বলে জানিয়েছেন। চলতি অর্থবছর এ আয় এক হাজার ৩১৪ ডলার।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট বক্ততৃায় অর্থমন্ত্রী এ প্রকাশ করেন।

মুহিত বলেন, ‘আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নে দারিদ্র্য বিমোচনই আমাদের সকল কর্মকাণ্ডের মূল লক্ষ্য। এ জন্য আমরা সব সময় অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে চেষ্টা করছি। কৃষি খাতের প্রবৃদ্ধি এ চাহিদা বাড়ানোর সুযোগ করে দিয়েছে। তার সঙ্গে তাল রেখে আমরা বিভিন্ন পণ্যদ্রব্য এবং সেবা সরবরাহ বাড়াতে সচেষ্ট থেকেছি। অবশেষে, আমরা ছয় হতে সাড়ে ছয় শতাংশের বলয় অতিক্রম করে চলতি অর্থবছরে ৭.০৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করব বলে আশা করছি। এর ফলে মাথাপিছু আয় উন্নীত হবে এক হাজার ৪৬৬ মার্কিন ডলারে।’

মুহিত বলেন, ‘দারিদ্র্য, অসমতা, নারীর ক্ষমতায়ন, স্যানিটেশন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার, গড় আয়ুষ্কাল, জনসংখ্যা বৃদ্ধির হার, শিক্ষা ইত্যাদি সামাজিক সূচকে আমাদের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।’

আজ তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এক  লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয় এক লাখ ১৭ হাজার ২৭ কোটি টাকা এবং অনুন্নয়ন ব্যয় এক লাখ ৮৮ হাজার ৯৬৬ কোটি টাকা ধরা হয়েছে।