৩০ অক্টোবর ‘কর দিবস’

Looks like you've blocked notifications!

প্রতি বছর ৩০ অক্টোবর পালিত হবে ‘কর দিবস’। দিনটি করদাতার রিটার্ন দাখিলের জন্য নির্দিষ্ট থাকবে। ওই দিন সরকারি ছুটির দিন হলে এর পরবর্তী কার্যদিবসে পালিত হবে ‘কর দিবস’।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ সালের জন্য করা বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক দেশে রিটার্ন জমার জন্য অপরিবর্তনীয় ডেডলাইন দিবস রয়েছে। আমি প্রস্তাব করছি যে, বাংলাদেশেও রিটার্ন দাখিলের জন্য একটি অপরিবর্তনীয় ডেডলাইন থাকবে, যা ‘কর দিবস’ নামে অভিহিত হবে। সাধারণভাবে ৩০ অক্টোবর হবে ‘কর দিবস’। তবে ৩০ অক্টোবর সরকারি ছুটির দিন হলে ‘কর দিবস’ হবে তার পরবর্তী কার্যদিবস। ‘কর দিবস’ প্রবর্তনের ফলে দেশের কর পরিপালন সংস্কৃতিতে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করা যায়।’

অর্থমন্ত্রী আরো বলেন, ‘বর্তমানে কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার জন্য রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। কিন্তু প্রতি বছরই করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়। কখনো কখনো রিটার্ন দাখিলের শেষ তারিখ একাধিকবার বর্ধিত হয়। করদাতাগণ প্রতি বছরই সময় বাড়বে বলে ধরে নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল থেকে বিরত থাকেন। এর ফলে কর নির্ধারণ ও রাজস্ব আহরণ কার্যক্রম পিছিয়ে যায়। অপরদিকে, এতে রিটার্ন জমার সর্বশেষ সময়সীমা সংক্রান্ত আইনি বিধানটিও গুরুত্ব হারাচ্ছে।’