বিদেশি মোটরসাইকেল উৎসাহিত, দেশি নিরুৎসাহিত

Looks like you've blocked notifications!
ছবি : ফোকাস বাংলা

দেশে উৎপাদিত মোটরসাইকেলের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তিনি মোটরসাইকেলের আমদানিকৃত যন্ত্রাংশের ওপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন।

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন,‘বিগত বাজেটে দেশে মোটরসাইকেল উৎপাদনকে উৎসাহিত করতে প্রজ্ঞাপনের মাধ্যমে ভ্যাট অব্যাহতি ছিল। কিন্তু ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।’

প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের উৎপাদক বা প্রগতিশীল উৎপাদকদের বছরভিত্তিক উৎপাদন পরিকল্পনার আওতায় আমদানি করা যন্ত্রাংশের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘মোটরসাইকেল সংযোজন শিল্প একটি গুরুত্বপূর্ণ উপ-খাত। প্রগতিশীল উৎপাদনের মাধ্যমে পশ্চাৎমুখী সংযোগ ঘটিয়ে এ খাতকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। এ সম্ভাবনার পথে সিকেডি (দেশে সংযোজিত) মোটরসাইকেলে বিদ্যমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক বাধা হিসেবে বিবেচিত। এসব বিবেচনায় কতিপয় শর্তসাপেক্ষে ওই ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক হ্রাস করে দুই বছরের জন্য ২০ শতাংশে ধার্য করার প্রস্তাব করা হলো। একই সঙ্গে পরবর্তী সময়ে স্থানীয়ভাবে প্রগতিশীল হারে যন্ত্রাংশ উৎপাদন সাপেক্ষে হ্রাসকৃত শুল্কহারে অপরাপর যন্ত্রাংশ আমদানিপূর্বক দেশে উন্নতমানের মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্যে রেয়াতি শুল্ক সুবিধা প্রদানেরও প্রস্তাব করছি।’