অনলাইনে কর প্রদানে উদ্বুদ্ধ করতে সাভারে সেমিনার
রাজস্ব আদায় নিয়ে করদাতাদের হয়রানির দিন শেষ। এখন থেকে ঘরে বসেই অনলাইনে রিটার্ন দাখিল করাসহ যাবতীয় কাজ সম্পাদন করতে পারবেন করদাতারা।
আজ বুধবার সকালে সাভারের মামুন কমিউনিটি সেন্টারে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সাভার বিভাগ আয়োজিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ সম্পর্কে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে এসব কথা জানান মূসক কর্মকর্তারা।
সেমিনারে বক্তারা আরো বলেন, রাজস্ব নিরূপণ নিয়ে কোনো আপত্তি থাকলেও তার জন্য মূসক দপ্তরে যাওয়ারই প্রয়োজন নেই। ঘরে বসেই অনলাইনে আপিল করা যাবে এবং রায়ের কপিও পাওয়া যাবে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল ১২-এর কর কমিশনার শাহীন আক্তার।
সাভার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা আকতার হোসেন সেমিনারে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা পশ্চিমের যুগ্ম কমিশনার শামীম আরা বেগম, টেকনো ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহতাব উদ্দিন ও রাজস্ব কর্মকর্তা শামছুল হক।