পোশাকশিল্পের প্রাতিষ্ঠানিক কর কমবে ১৫ শতাংশ

Looks like you've blocked notifications!

দেশের তৈরি পোশাকশিল্পের প্রাতিষ্ঠানিক কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার আগামী অর্থবছরের (২০১৬-১৭) প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, ‘তৈরি পোশাকশিল্প বাংলাদেশের প্রধান রপ্তানি খাতগুলোর অন্যতম। দেশের জিডিপি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে এ শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে তৈরি পোশাক খাতের গুরুত্ব বিবেচনা করে এ খাতকে সব সময় উল্লেখযোগ্য কর সুবিধা প্রদান করা হয়েছে।’

‘এ খাতের রপ্তানি অব্যাহত রাখতে প্রতিবছরের ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্প খাতের করপোরেট (প্রাতিষ্ঠানিক) করহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করছি।’