প্রস্তাবিত বাজেটে দাবির প্রতিফলন নেই : রিহ্যাব

Looks like you've blocked notifications!

আগামী অর্থবছরের (২০১৬-১৭) ঘোষিত বাজেটে আবাসন খাতের প্রত্যাশার প্রতিফলন হয়নি বলে জানিয়েছে হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। 

বাজেট-পরবর্তী প্রতিক্রিয়ায় এ দাবি করেছে রিহ্যাব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানোনো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত বাজেটে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পক্ষ থেকে পেশ করা ১৩টি প্রস্তাব বিবেচিত হয়নি। প্রস্তাবিত বাজেটে আবাসন শিল্প রক্ষার্থে রিহ্যাবের দাবির কোনো প্রতিফলন হয়নি। প্রস্তাবিত বাজেটে আবাসন খাতে প্রস্তাবিত আয়করের পরিমাণ পরিবর্তনের ফলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের ব্যয় বেড়ে যাবে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত দুই কোটি মানুষের আয়ের এ খাত আরো মুখ থুবড়ে পড়তে পারে। আর আবাসন খাতের এ সংকট ২৬৯টি লিংকেজ শিল্পকে আরো সংকটে ফেলবে।

প্রস্তাবিত বাজেট পাস করার আগে রিহ্যাবের ১৩ দফা দাবি বিবেচনার দাবি জানিয়েছে রিহ্যাব।