আসছে বাজেট তিন লাখ কোটি টাকার

Looks like you've blocked notifications!
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি

আগামী অর্থবছরের (২০১৫-১৬) বাজেট হবে প্রায় তিন লাখ কোটি টাকার। আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানিয়েছেন।  

অর্থমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, মানবসম্পদ উন্নয়নের মতো বিষয়গুলো এবারের বাজেটে অগ্রাধিকার পাবে।’ 

কালো টাকার বিনিয়োগে বিশেষ সুযোগ দেওয়ার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘কালো টাকার ক্ষেত্রে বিশেষ কোনো সুযোগ থাকছে না। এ ছাড়া সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্যও কোনো সুখবর থাকছে না এবারের বাজেটে।’ সঞ্চয়পত্রের সুদের হার কমানো হতে পারে বলে জানান অর্থমন্ত্রী। 

আগামী বাজেটের দিকনির্দেশনা ঠিক করতেই প্রাক-বাজেট আলোচনা শুরু করেছেন অর্থমন্ত্রী। মতামত নেবেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। তারই অংশ হিসেবে অর্থমন্ত্রী শুরুতেই আজ অর্থনীতিবিদদের পরামর্শ নিলেন। 

অর্থনীতিবিদদের মতে, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বিরাজ করলেও সে অনুযায়ী সুফল পাওয়া যাচ্ছে না। এর কারণ হিসেবে তাঁরা চিহ্নিত করেন বিনিয়োগ ঘাটতিকে। 

বিনিয়োগ মন্দা কাটাতে বাজেটে পদ্মা সেতুসহ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন বিশেষজ্ঞরা। তাঁরা গার্মেন্টস, শেয়ারবাজারের পাশাপাশি সম্ভাবনাময় খাতে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রেও আরো কৌশলী হওয়ার পরামর্শ দেন। 

জুন মাসে জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। এবারের বাজেট চলতি মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় বাজেট। 

গত অর্থবছরের (২০১৪-১৫) বাজেট ছিল দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার।