বাণিজ্য বাড়াতে বন্দর ব্যবহার করতে চায় নেপাল

Looks like you've blocked notifications!

বাংলাদেশের সমুদ্র ও নদী বন্দরগুলো ব্যবহারের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে চায় নেপাল।  

বাংলাদেশ ও নেপালের মধ্যে ট্রান্সশিপমেন্টের বিষয়ে আজ মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে দুই দেশের মধ্যে এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অনুষ্ঠিত বৈঠকে নেপাল এ আগ্রহ প্রকাশ করে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় ও নেপালের পক্ষে সে দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব চন্দ্র ঘিমির নেতৃত্ব দেন।

বাংলাদেশের প্রতিনিধিদলে অন্যদের মধ্যে মংলা ও পায়রাবন্দর, বিআইডব্লিউটিএ ও স্থলবন্দরের চেয়ারম্যান, নৌ অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবউদ্দিন বীরবিক্রম উপস্থিত ছিলেন।

নেপাল প্রতিনিধি দলে অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সুশীল কে লামসাল, নেপাল ইন্টারমোডাল ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের নির্বাহী পরিচালক লক্ষ্মণ বাহাদুর বাসনেত এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ভুবন প্রসাদ আচার্য উপস্থিত ছিলেন।

নেপালের প্রস্তাবের বিষয়ে উভয় দেশের সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন ও কমিটির মতামতের আলোকে পরবর্তী বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে বাংলাদেশ।