২-৪ জুলাই ব্যাংকিং সেবা দিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
দেশের বাণিজ্যিক এলাকা ও বৃহৎ শপিং মার্কেটসংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো আগামী ২, ৩ ও ৪ জুলাই খোলা রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার এ-সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সুষ্ঠু ব্যবসায়িক কার্যক্রম ও নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে বাণিজ্যিক এলাকা ও বড় বড় শপিং মার্কেট এলাকার তফসিলি ব্যাংকের শাখাগুলো খোলা রাখতে হবে। তবে এসব শাখায় কেবল নগদ অর্থ উত্তোলন ও জমা দেওয়া যাবে।
সার্কুলারে বলা হয়েছে, এসব শাখার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হয়েছে কি না, সে বিষয়টি সবার আগে দেখতে হবে। ২, ৩ ও ৪ জুলাই সাপ্তাহিক ও সরকারি ছুটি হওয়ায় ওই সব দিন যেসব কর্মচারী-কর্মকর্তা যোগ দেবেন, তাঁদের যুক্তিসংগত ভাতা দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক