ডিশ সংযোগে ট্রাভেল এক্সপি চ্যানেল যুক্ত করল রিয়েলভিউ
দেশের দর্শককে মানসম্পন্ন ট্রাভেল কনটেন্ট দেখার সুযোগ করে দিতে বিশ্বের শীর্ষস্থানীয় ভ্রমণ চ্যানেল ট্রাভেল এক্সপি আনল ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রিয়েলভিউ। এর মাধ্যমে বিশ্বের ৪০টির বেশি দেশে ধারণকৃত ভ্রমণ গন্তব্যের বৈচিত্র্যময় কনটেন্ট দেখতে পারবেন দর্শক।
রিয়েলভিউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাবলবিহীন ডিশ সংযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান রিয়েলভিউ দেশের প্রথম ডিটিএইচ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। দর্শকের সন্তুষ্টি অর্জনে নতুন নতুন চ্যানেল সংযোজনে ধারাবাহিকভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ সেবার মাধ্যমে প্রতি মাসে ৩০০ টাকার বিনিময়ে দেশীয় ২৬টি চ্যানেল, পাঁচটি এইচডিসহ শতাধিক চ্যানেল দেখতে পাচ্ছেন দর্শক।
নতুন ট্রাভেল এক্সপি চ্যানেল যুক্ত করা সম্পর্কে রিয়েলভিউর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দিমিত্রি লেপিস্কি বলেন, ‘বাংলাদেশে বিপুলসংখ্যক ভ্রমণপিপাসু দর্শক রয়েছেন। ট্রাভেল এক্সপি তাদের উৎসাহ ও আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে।’
ট্রাভেল এক্সপির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চোঠানি বলেন, ‘সারা বিশ্বের ভ্রমণপিপাসু দর্শকের কাছে পৌঁছানোর যে লক্ষ্য আমাদের রয়েছে, বাংলাদেশের রিয়েলভিউ এ ট্রাভেল এক্সপির যাত্রা শুরু করা তাতে একটি মাইলফলক হয়ে থাকবে। বাংলাদেশের দর্শকের জন্য লোকালাইজড কনটেন্ট আমরা উপস্থাপন করব। পাশাপাশি এই দেশের ইতিহাস, সংস্কৃতি ও সৌন্দর্য আমরা বিশ্বের কাছে তুলে ধরব।’
উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার পর বাংলাদেশেও ট্রাভেল এক্সপির অবস্থান সুদৃঢ় হলো বলে জানায় রিয়েলভিউ কর্তৃপক্ষ।
রিয়েলভিউর নতুন এই সেবা যৌথভাবে চালু করছে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক গোষ্ঠী বেক্সিমকো গ্রুপ ও রাশিয়ার জিএস গ্রুপ। জিএস গ্রুপ একটি রাশিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান, যারা টেলিযোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রে নিজস্ব প্রযুক্তি সরবরাহ করে থাকে। বাংলাদেশে প্রথম হলেও এর আগে কম্বোডিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশে প্রযুক্তিগত সুবিধা দিয়ে আসছে জিএস গ্রুপ।