বাংলাদেশিদের স্বপ্নপূরণে কাজ করবে যুক্তরাষ্ট্র : বারনিকাট

Looks like you've blocked notifications!

অর্থনৈতিকভাবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার অপার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বারনিকাট। তিনি বলেছেন, ‘অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র থাকবে। এ দেশের মানুষের স্বপ্ন পূরণে তাঁর সরকার কাজ করবে।’
 
আজ বুধবার দুপুরে আমেরিকান চেম্বার্স অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বারনিকাট।
 
বারনিকাট বলেন, ‘নিজ দেশের উৎপাদনশীলতা বাড়াতে এখানকার নীতিনির্ধারক ও ব্যবসায়ী গোত্রের কর্মকাণ্ডে আমি সত্যিই অভিভূত। মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে আমাকে দেওয়া নির্দেশনাগুলো একদম পরিষ্কার। আর তা হলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে ১৬ কোটি মানুষের এই দেশকে সহায়তা করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক বন্ধনসহ দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করা।’     
বারনিকাট বলেন, ‘এ মুহূর্তে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিদেশি বিনিয়োগকারীরা পর্যবেক্ষণ করছে। আর এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। বিশেষ করে তৈরি পোশাক ও তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ অনেক ভালো করছে।’ 

অ্যামচেমের প্রশংসা করে বারনিকাট বলেন, ‘এই চেম্বার ব্যবসায়িক পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে।’
  
অ্যামচেমের প্রেসিডেন্ট আফতাব উল ইসলাম বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না এলে বেসরকারি বিনিয়োগ মুখ থুবড়ে পড়বে।