ব্যবসায়ীদের সতর্ক থাকতে বললেন এফবিসিসিআই সভাপতি

Looks like you've blocked notifications!
এফবিসিসিআই সভাকক্ষে আয়োজিত স্মরণসভায় আবদুল মাতলুব আহমাদ। ছবি : এনটিভি

বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।

আজ বৃহস্পতিবার বিকেলে এফবিসিসিআই সভাকক্ষে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নিহত সভাপতি হাসান খালেদের স্মরণসভা ও দোয়া মাহফিলে মাতলুব আহমাদ এ আহ্বান জানান।

এফবিসিসিআই সভাপতি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেই ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এ ক্ষেত্রে নিরাপত্ত্বার বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে চলাফেরা করতে ব্যবসায়ীদের পরামর্শ দেন তিনি। 

স্মরণসভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা বলেন, সম্প্রতি ডাচ-বাংলা চেম্বারের সভাপতি  হাসান খালেদের নিতহ হওয়ার ঘটনাটি অস্বাভাবিক। তাই দ্রুত তাঁর মৃত্যুর রহস্য খুঁজে বের করতে সরকারের প্রতি তাগিদ দেন তাঁরা। পরে হাসান খালেদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

গত ২৬ জুলাই বুড়িগঙ্গার তীর থেকে ব্যবসায়ী হাসান খালেদের লাশ উদ্ধার করে পুলিশ। এর তিনদিন আগে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে ওষুধ আনতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।