বিদেশি কর্মী দিয়ে টেকসই শিল্প হবে না : শিল্পমন্ত্রী

Looks like you've blocked notifications!
এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘ফ্যাশন কনসেপ্ট ২০১৬’ অনুষ্ঠানে বক্তৃতা করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ছবি : নিউজরুম ফটো

 

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘দেশের তৈরি পোশাক খাতের বিভিন্ন ধাপে দক্ষ শ্রমিক-কর্মীর অভাব রয়েছে। বিদেশি জনবল দিয়ে দেশের টেকসই শিল্প প্রতিষ্ঠা সম্ভব নয়।’

আজ রোববার বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘ফ্যাশন কনসেপ্ট ২০১৬’ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এ কথা বলেন।  

শিল্পমন্ত্রী বলেন, ‘রপ্তানিমুখী তৈরি পোশাক বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ শিল্প খাত। রপ্তানি আয়, কর্মসংস্থান সৃষ্টি, মূল্য সংযোজন ও জনগণের জীবন মানোন্নয়নে এ খাত গুরুত্বপূর্ণ। বর্তমানে এ খাত রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়। অচিরেই এটি এক নম্বর হবে। সরকারি পৃষ্ঠপোষকতা, উদ্যোক্তাদের দক্ষতা এবং মনোবলের কারণে বিশ্বমন্দার মাঝেও ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে।’

আমির হোসেন আমু বলেন, ‘নারীর ক্ষমতায়নে এ শিল্প অন্যতম চালিকাশক্তি। কারণ, কারখানাগুলোতে ৪০ লাখেরও বেশি শ্রমিক কাজ করে। যার ৮০ শতাংশ নারী।’

শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘পোশাকশিল্পের জনবলের ৫ শতাংশ পেশাগত, ১৫ শতাংশ দক্ষ, ৩৫ শতাংশ আধা-দক্ষ এবং ৪৫ শতাংশ অদক্ষ কর্মী কাজ করে। এ ছাড়া পণ্য বিপণনে ৩৩ হাজার দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। ফ্যাশন ডিজাইন, মার্চেন্ডাইজিং, টেক্সটাইল, কোয়ালিটি কন্ট্রোল, প্রোডাকশন ও কমপ্ল্যায়েন্সসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনবলের ঘাটতি আছে। এ ঘাটতি পূরণে এখন থেকেই উদ্যোগ নিতে হবে। কারণ, বিদেশি জনবলের ওপর নির্ভর করে শিল্প টেকসই হতে পারে না। দেশে দক্ষ জনশক্তি তৈরি হলে তাদের দক্ষ হিসেবে বিদেশেও পাঠানো সম্ভব। যা রেমিটেন্স বাড়াতে সহায়ক হবে।’

শিল্পমন্ত্রী আরো বলেন, ‘দক্ষ জনশক্তি তৈরিতে সরকার ২০১২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে। এসএমই ফাউন্ডেশন পোশাক ডিজাইনারদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। এতে বিদেশি জনবলের ওপর নির্ভরশীলতা কমছে। এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ, পণ্য বৈচিত্র্যকরণ, তৈরি পোশাক বিপণন, অর্থায়ন ও ঋণসুবিধা প্রদান, মার্কেট লিংকেজ তৈরি, পণ্যের মান নিয়ে গবেষণাসহ বিভিন্ন বিষয়ে সহায়তা করছে।’

দ্বিতীয়বারের মতো পোশাক প্রদর্শনীর আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। প্রদর্শনীতেও ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশেন চন্দ্র দাস, ফ্যাশন এন্ট্রিপ্রিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজহারুল হক আজাদ, ফ্যাশন ডিজাইনার চন্দ্র শেখর সাহা, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক এস এম শাহীন আনোয়ার উপস্থিত ছিলেন।