প্যান এশিয়া স্টক এক্সচেঞ্জ গঠন নিয়ে সিএসই-ইলফার মতবিনিময়
প্যান এশিয়া স্টক এক্সচেঞ্জ গঠনের লক্ষ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে মতবিনিময় করেছে ইন্টারন্যাশনাল লজিস্টিকস ও ফাইন্যান্স অ্যাসোসিয়েশন (ইলফা)। আজ বৃহস্পতিবার সিএসইতে এ সভা অনুষ্ঠিত হয়।
সিএসইর চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ, ইলফার সহসভাপতি ও ব্রোকারস ডিলারস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আল মারুফ খান এফসিএ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
সম্প্রতি এই স্টক এক্সচেঞ্জ গঠনের প্রস্তুতিমূলক কর্মকাণ্ডে সম্মতি দিয়েছে ইউনান ফিন্যানশিয়াল অ্যাফেয়ার্স অফিস। চলতি মাসেই প্রতিষ্ঠানটির ১০ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বাংলাদেশে আসার কথা রয়েছে। প্রতিনিধিদল পাকিস্তান ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসবে বলে জানা গেছে।
মতবিনিময় সভায় আসন্ন প্রতিনিধিদলের বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানানো হয়, প্রতিনিধিদল বিসিআইএম-ইসি (বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার-ইকোনমিক করিডর) সিল্ক রোড অবকাঠামো নির্মাণে দেশগুলোর স্টক এক্সচেঞ্জগুলো কীভাবে অর্থায়নে সাহায্য করতে পারে, সে ব্যাপারে আলোচনা করতে আগ্রহী। সভায় ব্রোকার্স ডিলার্স অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়েও আলোচনা করা হয়।
সভায় আরো জানানো হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও সিএসইতে ক্রস বর্ডার লিস্টিং ও ক্রস বর্ডার ট্রেডিং; চায়না কুনমিং লজিস্টিকস অ্যান্ড ফাইন্যান্স (আইএলএফএ) ও সাউথ এশিয়া ফেডারেশন অব এক্সচেঞ্জ (সেফ) গঠনে সিএসই ও ডিএসইর ভূমিকা; বিসিআইএম ইকোনমিক করিডর অবকাঠামো নির্মাণে সহযোগিতা ও তথ্য আদান-প্রদান এবং বিএসইসির সঙ্গে সম্পর্ক স্থাপন করে সাউথ এশিয়া এক্সপোতে বিএসইসির কর্মকর্তাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করতেও আগ্রহী প্রতিনিধিদল।
এ সফরকে আঞ্চলিক অর্থনৈতিক অবকাঠামো নির্মাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বক্তারা বলেন, এই উদ্যোগ প্রশংসনীয়। এটা করা গেলে গোটা দক্ষিণ এশিয়ার সামগ্রিক অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে মনে করেন তাঁরা।