হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সাতদিন
ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত হিলি বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আজ রোববার সকাল থেকে আগামী সাতদিন এই বন্দর দিয়ে কোনো প্রকার পণ্য আমদানি-রপ্তানি হবে না। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া বন্ধ থাকবে বন্দরের বেসরকারি ওয়্যার হাউস পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য ওঠা-নামার কাজও। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হবে এই বন্দরের কার্যক্রম।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন আজ সকালে জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংগঠনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধের বিষয়টি ভারতের হিলির ব্যবসায়ীদের পত্রের মাধ্যমে জানানো হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ইমিগ্রেশন চেকপোস্টে সরকারি ছুটির কোনো সুযোগ নেই। প্রতিদিন ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হয় সকাল ৯টা থেকে, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।