রূপালী ব্যাংকের ১৫% বোনাস লভ্যাংশ ঘোষণা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/06/photo-1430901903.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৩৫ পয়সা এবং সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৭১ টাকা ৪০ পয়সা।
৩১ মে বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এই কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট ১৪ মে।
গত হিসাব বছরের জন্যও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়া হয়। ওই হিসাব বছরে মুনাফা হয়েছে ৪৫ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা, ইপিএস দুই টাকা ৪৯ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ৬৫ টাকা ৪৪ পয়সা।
গত এক মাসের মধ্যে এই শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৩৭ টাকা ২০ পয়সা এবং সর্বোচ্চ ৪৩ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৮ দশমিক ৫৩।