পাটের মোড়ক ব্যবহার না করলে কারাদণ্ড : মির্জা আজম
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার না করলে দোষীব্যক্তিকে জেল-জরিমানার আওতায় আনতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
আজ মঙ্গলবার বাংলাদেশ জুট প্রমোশন সেন্টারে পাট আইন ২০১০-এর বাস্তবায়ন, অগ্রগতি ও পর্যালোচনা সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
মির্জা আজম বলেন, ‘যারা এ আইনটি অমান্য করছে তারা আমাদের জাতীয় একটি পণ্যকে ধ্বংস করার জন্য, পরিবেশকে ধ্বংস করার জন্য, অর্থনৈতিক স্বার্থেই তা করছে। তাই তাদের কিন্তু আর জরিমানার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত না। এ আইন অনুযায়ী সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড নির্ধারণ করা আছে, সে আইন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের কাছে অনুরোধ করছি।’
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০-এ জরিমানা ও এক বছরের কারাদণ্ডের বিধান থাকলেও তা কার্যকর না হওয়ায় মোড়কে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার জন্য পাট আইন অমান্য করে দেশের পরিবেশকে ধ্বংস করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এরা জাতীয় শত্রু। পরিবেশ রক্ষায় বহুমুখী পাটজাত পণ্যের শতভাগ ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।
পাটের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে মির্জা আজম আরো বলেন, ‘এর উৎপাদন আরো বাড়াতে পারলে গার্মেন্টস সেক্টরের মতো এ খাত থেকেও বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।’