বান্দরবানে করদাতা উদ্বুদ্ধকরণ সেমিনার
বান্দরবানে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ‘করদাতা উদ্বুদ্ধকরণ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, করদাতাদের আগ্রহ বাড়াতে ভ্যাট প্রদান পদ্ধতি আরো সহজ করতে হবে। আয়ের ওপর নির্দিষ্ট পরিমাণে ভ্যাট প্রদানে ক্রেতা-বিক্রেতা উভয়কে উদ্বুদ্ধ করতে হবে। পদ্ধতি যতটা সহজ হবে, ভ্যাট প্রদানের পরিমাণ তত বাড়বে। তিনি বলেন, সরকারের টার্গেট পূরণের জন্য ব্যবসায়ীদের চাপ প্রয়োগ করে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। জনগণের কাছ থেকে নেওয়া ভ্যাটের অর্থ জনগণের উন্নয়নেই সরকার খরচ করছে। বিষয়টি ক্রেতা-বিক্রেতা উভয়কে বোঝাতে পারলে স্বপ্রণোদিত হয়েই মানুষ ভ্যাট দেবে।
বান্দরবান জেলা কাস্টমস এক্সাইজ ভ্যাট কর্মকর্তা প্রণয় চাকমার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম অতিরিক্ত কমিশনার কাস্টমস এক্সাইজ ভ্যাট কাজী মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন কাঠ ব্যবসায়ী মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. ওসমান গনি, বান্দরবান রেসিডেনশিয়াল হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পরিবহন মালিক সমিতির নেতা ঝুন্টু দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।