ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/20/photo-1432122295.jpg)
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার মূল্যসূচকের সংশোধন হয়েছে। লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের উল্লেখযোগ পরিমাণ লেনদেন বেড়েছে।
সিএসেইতে লেনদেন হয়েছে ১১৭ কোটি ৮৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে ৪৮ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৫টি সিকিউরিটির মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১০১টির ও অপরিবর্তিত ছিল ১৮টির। সিএসইর সার্বিক সূচক ৮ পয়েন্ট বেড়ে ১৩৭৫৪.৩৮ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩০৬টি কোম্পানির ২২ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৯৩২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৭৮২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার ৫৬৫ টাকা, যা আগের দিনের চেয়ে ২৫ কোটি ৮৪ লাখ টাকা কম।
ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৪৫৫.৫৭ পয়েন্টে। ডিএস-৩০ মূল্যসূচক ৭.৫৭ পয়েন্ট কমে ১৬৭৮.৮৭ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক দশমিক ৩৯ কমে ১০৮৩.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির দাম।
লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- কেপিসিএল, সামিট অ্যালায়েন্স, বিএসসিসিএল, আরএকে সিরামিকস, সাইফ পাওয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো লিমিটেড, শাশা ডেনিমস ও এসিআই ফরমুলেশন।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- হাক্কানী পাল্প, এটলাস বাংলা, এইচআর টেক্সটাইল, ম্যাকসন স্পিনিং, ডেল্টা স্পিনিং, ফ্যামিলিটেক্স, লিগ্যাসি ফুটওয়্যার, গ্লোবাল হেভি কেমিক্যাল, পিটিএল ও মেট্রো স্পিনিং।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো- সমতা লেদার, ইসলামী ইন্স্যুরেন্স, মডার্ন ডায়িং, এফবিএফআইএফ, এপেক্স ট্যানারি, জিবিবি পাওয়ার, এসিআই ফরমুলেশন, সোনার বাংলা ইনস্যুরেন্স, নাভানা সিএনজি ও ইস্টার্ন ইনস্যুরেন্স।