মাগুরায় ভ্যাট ও কর দিতে ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণ
ব্যবসায়ীদের ভ্যাট ও কর দিতে উৎসাহী করতে মাগুরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে ‘পণ্য উৎপাদন ও বিক্রয়ের ওপর মূল্য সংজোজন কর প্রদানে ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণ’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সহকারী কমিশনার হাসনাইন মাহমুদের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার অরুণ কুমার বিশ্বাস, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহাজ উদ্দিন প্রমুখ।
সভায় জেলার তিন শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।