শুরু হলো বাইকারদের মেলা ‘ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা’

মোটরসাইকেল নিয়ে কোনো অনুষ্ঠান মানেই বাইকারদের মিলনমেলা। আর বাংলাদেশে এই সুযোগ বারবার তৈরি করে দিচ্ছে মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়ামাহা।
এর আগে তারা ঢাকা বাইক কার্নিভাল ও ইয়ামাহা প্রেজেন্টস স্বাধীনতার শপথের মতো অনুষ্ঠানের আয়োজন করেছিল। আর আজ সোমবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হলো ‘ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা’। চলবে তিন দিনব্যাপী, অর্থাৎ ৩ অক্টোবর পর্যন্ত।
ক্রিয়েটিভ কমিউনিকেশনের পরিচালক বিলকিস মনসুরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাইকারদের নিয়ে, বাইকারদের জন্য এবং বাইকারদের মাধ্যমে নিজেদের ব্র্যান্ডকে আরো ছড়িয়ে দিতেই ইয়ামাহার এই আয়োজন। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশে ইয়ামাহার ডিস্ট্রিবিউটর এসিআই মোটরস লিমিটেড।
এ অনুষ্ঠানে টেস্ট-রাইড, জিমখানা, ডিজে, কনসার্ট, নাচসহ অনেক কিছুই থাকবে।
চলতি বছর স্বাধীনতা দিবসে এক হাজার ২৫৭টি মোটরসাইকেল দিয়ে ইয়ামাহার সর্ববৃহৎ লোগো তৈরি করে বিশ্বরেকর্ড গড়ে বাংলাদেশ। এর আয়োজকও ছিল এসিআই মোটরস লিমিটেড। ‘ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা’য় ওই রেকর্ডে অংশগ্রহকারী মোটরসাইক্লিস্টদের মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদও বিতরণ করা হবে।
অনুষ্ঠান চলাকালে তিন দিনই বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই সনদ দেওয়া হবে। এরই মধ্যে সব অংশগ্রহণকারীকে মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। খুদে বার্তা না পেয়ে থাকলে যে মোবাইল নম্বর দিয়ে ওই অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করা হয়েছিল, সেটিকে সঙ্গে নিয়ে যেতে হবে।
এরই মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা সনদ সংগ্রহের জন্য উপস্থিত হতে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ প্রকাশ করেছেন।
তবে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ টেস্ট রাইড। আর নতুন আকর্ষণ হিসেবে থাকছে জিমখানা রাইডিং। ডাবল ডিস্ক ও ইয়ামাহার স্কুটারগুলো এখানে টেস্ট রাইড করা হবে।
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ফিল্ড টেস্টে এক ধরনের জিগজ্যাগ পার হতে হয়। মূলত জিমখানায় এমন বেশ কিছু জিগজ্যাগ মডেল থাকে। টেস্ট রাইড এবং জিমখানায় অংশগ্রহণের জন্য আপনাকে অনলাইনে অগ্রিম রেজিস্ট্রেশন করতে হবে। অবশ্যই ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নিয়ে আসতে হবে টেস্ট রাইডে অংশগ্রহণের জন্য। জিমখানায় অংশগ্রহণকারীদের অংশগ্রহণের আগে ড্রাইভিং দক্ষতা পরীক্ষা করা হবে।
এসবের পাশাপাশি থাকছে ইয়ামাহা রাইডার ক্লাব, দেশি বাইকার ডটকম এবং বাইক বিডির স্টল। থাকছে বাইকার ক্যাফে, ইয়ামাহার মোটরসাইকেলের ডিসপ্লে, ফটো বুথ ইত্যাদি। অন্য অনুষ্ঠানগুলোর মতো এবারও অনেক মোটরসাইকেলপ্রেমীর ভিড় জমবে বলে আশা করা হচ্ছে।