‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠান শুরু

Looks like you've blocked notifications!

দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে ‘কেমন বাজেট চাই' বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শনিবার (২৭ মে) রাত ৮টায় রাজধানীর তেজগাঁওয়ে এনটিভির স্টুডিওতে শুরু হয় এই অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে, যা চলবে আড়াই ঘণ্টা।

অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটকে সামনে রেখে জনভাবনা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা, সরকারের পরিকল্পনা তুলে ধরবেন সরকারের মন্ত্রী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীসহ বিশিষ্টজনেরা।

রাষ্ট্রের নীতি-নির্ধারকদের কাছে বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে এক দশকের বেশি সময় ধরে আয়োজন করা হচ্ছে ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানটি। জনপ্রিয় এই অনুষ্ঠানটি এখন এনটিভি ও এফবিসিসিআইয়ের বার্ষিক ইভেন্টে রূপ নিয়েছে।

এনটিভির হেড অব নিউজ জহিরুল আলমের সঞ্চালনায় বাজেট নিয়ে মতামত ও বিশ্লেষণ তুলে ধরার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নানান প্রশ্নের জবাব দিতে মঞ্চে থাকছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান ও বিকেএমইয়ের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

এনটিভির পাশাপাশি অনুষ্ঠানটি দেখা যাবে এনটিভি অনলাইনের ওয়েবসাইট (www.ntvbd.com/livetv), ফেসবুক পেজ (www.facebook.com/ntvdigital) ও NTV Live ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/@WatchNTVshows)।